yourblog.blgspot.com কে যেভাবে কাস্টম yourname.com ডোমেইন এ নিয়ে যাবেন!

1 Click here to comments
টিউন করেছেন : আমিনুল

আমাদের যখন ব্লগস্পট এ ব্লগিং করি তখন আমাদের ব্লগের নাম টা অনেক বড় মনে হয়। বা আপনি আপনার টপ লেভেল ডোমেইন এ ট্রান্সফার করবেন। তাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিব কিভাবে কাস্টম ডোমেইন নিয়ে আপনার ব্লগ নিয়ে যাবেন।

যেভাবে কাস্টম ডোমেইন এ নিয়ে যাবেনঃ-

আমি এখন দেখাব ফ্রী ডোমেইন এ কিভাবে আপনার ব্লগ ট্রান্সফার করবেন।

তো প্রথমে আপনাকে একটা ফ্রী ডোমেইন নিতে হবে। আগের থাকলেও হবে।

ফ্রী ডোমেইন না থাকলে নিচে লিঙ্ক থেকে সার্চ করে নিয়ে রেজিস্টাশন করে নিন।

cocc468 60a আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন! | Techtunes

ফ্রী ডোমেইন নেয়া হয়ে গেলে আপনাকে আপনার কাংখিত ডোমেইন এ গুগল এর DNS সেট-আপ করে নিতে হবে

DNS যেভাবে সেট-আপ করবেনঃ-

ডোমেইন নেয়ার পর সেট-আপ চাইবে তখন সেট-আপ বাটনে ক্লিক করে বা পরে co.cc তে লগিন করে Domain Settings এ ক্লিক করুন তারপর ডোমেইন নামের উপর Set-Up বাটনে ক্লিক করতে হবে।

ছবি বড় দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন
Snap 2010.09.28+19.26.45 013 আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন! | Techtunes

তারপর আবার Set-Up বাটন নির্বাচন করুন।

Snap 2010.09.28+19.28.17 015 আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন! | Techtunes

এবার 2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ www.yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ CNAME দিন Value তে ghs.google.com দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

Snap 2010.09.28+19.40.50 017 আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন! | Techtunes

এবার আপনাকে DNS IP সেট-আপ করতে হবেঃ-

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.32.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.34.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.36.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

2.Zone Records এ ক্লিক করুন এবং Host এ yourdomain.co.cc (আপনার ডোমেইন) দিন তারপর TLT তে যা আছে তাই রাখুন Type এ A দিন Value তে 216.239.38.21 দিন এবং চেক বক্স এ চেক দিয়ে Set-Up নির্বাচন করুন।

উপরের ৪টি আইপি দিতে হবে।

ডোমেইন এর কাজ সেষ এখন আমাদের ব্লগার.কম থেকে ডোমেইন টা দেখিয়ে দিয়ে হবে।

যেভাবে ব্লগার.কম থেকে আপনার নির্বাচিত ডোমেইন দেখাবেনঃ-

এবার আপনার ব্লগার.কম এর ড্যাশবোর্ড এ যান এবং যে ব্লগ টা নতুন ডোমেইন এ ট্রান্সফার করবেন সেটার সেটিং এ ক্লিক করুন ক্লিক করুন তারপর Publishing এ ক্লিক করুন তারপর Switch to: • Custom Domain এ ক্লিক করুন তারপর Already own a domain? Switch to advanced settings এ ক্লিক করুন

Snap 2010.09.28+20.25.05 021 আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন! | Techtunes

এবার Your Domain ডোমেইন এ www.yourdomain.co.cc (আপনার ডোমেইন) টা বসিয়ে দিন Word Verification ওয়ার্ড টা দিয়ে সেভ সেটিং বাটনে ক্লিক করুন।

তারপর আবার সেখানেই your domain এর নিচে Redirect yourdomain.co.cc to www.yourdomain.co.cc এ চেক দিয়ে Word Verification ওয়ার্ড টা দিয়ে সেভ সেটিং বাটনে ক্লিক করুন।

Snap 2010.09.28+20.29.15 022 আপনার ব্লগ (yourblog.blgspot.com) কে যেভাবে কাস্টম (yourname.com) ডোমেইন এ নিয়ে যাবেন! | Techtunes

ব্যাস আপনার কাজ সেষ এবার আপনার ব্লগ টা চেক করুন দেখুন আপনার ব্লগ কাস্টম ডোমেইন এ চলে এসেছে।

টপ লেভেল (ex: .com .net .org .info) ডোমেইন এ ট্রান্সফার করতে Domain Manegeথেকে একই DNS সেট-আপ করে নিলেই হবে।

আপনার প্রস্নঃ আমি যে আমার ব্লগ টা সার্চ ইঞ্জিন সাবমিট করেছিলাম! এখন যদি কেউ সার্চ করে আমার লিঙ্ক এ ক্লিক করে তাহলে কি সেই লিঙ্ক টা Not found দেখাবে?

আমার উত্তরঃ চিন্তার কোন কারন নাই লিঙ্ক অটোমেটিক Redirect হয়ে যাবে নতুন লিঙ্ক এ!

1 Click here to comments:

  • October 23, 2011 at 6:57 AM
    Anonymous :

    ভাইরে আপনার কথামতো সবই তো করলাম। কিন্তু লাস্টে এসেই ঝামেলায় পড়েছি।
    আপনি বলেছেন, ‘টপ লেভেল (ex: .com .net .org .info) ডোমেইন এ ট্রান্সফার করতে Domain Manegeথেকে একই DNS সেট-আপ করে নিলেই হবে।’
    এখানে এসেই আর বুঝি না। Domain Manege অপশনটা কি ব্লগারের নাকি co.cc এর, সেটাই বুঝি নাই। আমি দুটোতেই খুজেছি, পাই নাই। দয়া করে যদি বুঝিয়ে বলতেন.... নয়তো কাস্টম ডোমেইন আমার গলার কাটা হয়েই থাকবে।

Post a Comment